Wednesday, October 19, 2022

ডাক্তার নায়িকা, চুক্তি সেরেছেন একসঙ্গে ৩ সিনেমায়

মাহিয়া মাহি, নুসরাত ফারিয়াসহ বেশ কয়েক জনকে ঢালিউডে নিয়ে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আবারও নতুন নায়িকার সঙ্গে পরিচয় করাল প্রযোজনা প্রতিষ্ঠানটি।

এবারের নায়িকা এমবিবিএস ডাক্তার। নাম জাকিয়া কামাল মুন (মাহা)। জাজের ‘পাপ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি; শুটে অংশ নেবেন ২ এপ্রিল।

নির্মাতা সৈকত নাসিরের এই সিনেমায় মুখ্য ভূমিকায় আছেন জিয়াউল রোশান ও ইয়ামিন হক ববি।

এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় মাহা দাবি করেছেন, তিনি এমবিবিএস পাস করেছেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।

কিছুদিন প্র্যাকটিস করেছেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে। তবে বাবার মৃত্যুর পর তিনি এখন তাঁর ব্যবসা সামলাচ্ছেন। সিনেমার কাজ শেষ করে আবার ফিরবেন ডাক্তারি পেশায়

নবাগত মাহা আরও জানিয়েছেন, তিনি একসঙ্গে জাজের তিন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তবে ‘পাপ’ ছাড়া অন্য সিনেমা নিয়ে এখনই মুখ খুলতে চান না তিনি।

‘পাপ’ সিনেমার শুট শুরু হয়েছে গত ১৬ মার্চ থেকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।

Latest news
Related news