Friday, October 21, 2022

ভারত কাঁপাচ্ছে স্পাইডার-ম্যান, ৫ দিনে ১২০ কোটি

বিশ্ব বাজারের পাশাপাশি রীতিমতো ভারতের বাজারও কাঁপাচ্ছে ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’। মুক্তির পাঁচ দিনে ভারতের বক্স অফিসে ১২০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, টম হল্যান্ড অভিনীত এ সিনেমার চোখ এখন ১৫০ কোটির ক্লাবে।

পাঁচ দিনে সিনেমাটির সংগ্রহ : বৃহস্পতিবার ৩২.৬৭ কোটি, শুক্রবার ২০.৩৭ কোটি, শনিবার ২৬.১০ কোটি, রোববার ২৯.২৩ কোটি, সোমবার ১২.১০ কোটি রুপি; নেট বক্স অফিস সংগ্রহ ১২০ কোটি ৪৭ লাখ রুপি।

মার্ভেল স্টুডিয়োস এবং সনি পিকচার্সের প্রযোজনায় এই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন টম হল্যান্ড, জেন্ডায়া, বেনেডিক্ট কাম্বারব্যাচ।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অ্যালফ্রেড মোলিনা, উইলিয়াম ডিফো, জেমি ফক্স প্রমুখ।

Latest news
Related news