Wednesday, November 2, 2022

ক্লাসে প্রথম প্রেমে পড়েছিলেন আলিয়া? ছোট বয়সে এসব, বিশ্বাস হবে না আপনারও

গত মাসেই রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আলিয়া ভাট। তবে বিয়ের পরেও আলিয়ার পুরনো জীবন, সেক্স আর লাভ লাইফ নিয়ে চর্চা যেন কমার নামই নিচ্ছে না। বুধবারই করণ জোহর ঘোষণা করেছেন ‘কফি উইথ করণ’-এর নতুন সিজন আসার কথা, যদিও এবার আর টিভিতে নয় ওটিটিতে। করণের কফির আড্ডা মানেই একের পর এক গসিপ! যেমন সেখান থেকেই আপনাদের এবার খোঁজ দেব আলিয়া ভাটের একটি পুরনো প্রেমের।গত তিনটি সিজনে পাঁচবার ‘কফি উইথ করণ’-এ এসেছেন আলিয়া ভাট। মনে করা হচ্ছে কফির সপ্তম সিজনেও দেখা মিলবে তাঁর, অনেকের মনে আশা সাথে থাকবেন রণবীর কাপুরও। ২০১৩ সালের ৪ ডিসেম্বর সিদ্ধার্থ মলহোত্রা আর বরুণ ধাওয়ানের সঙ্গে আলিয়া প্রথমবার এসেছিলেন শো-তে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-সহ-অভিনেতাদের সঙ্গে। সেখানেই করণ ফাঁস করেন তিনি বরুণের থেকে শুনেছেন আলিয়ার বাচ্চা প্রেমিকের নাকি লম্বা লাইন আছে।

আলিয়া, তখন মাত্র বয়স ২০, এদিকে জবাবে বলেছিলেন, ‘আমার দুটো সিরিয়াস সম্পর্ক ছিল। দুটোই ২ বছর করে চলেছিল’। করণের তাতে অবাক হয়ে উত্তর, ‘তোমার ১৭ বছর হওয়ার আগেই দুটো সম্পর্ক ছিল।’ আর আলিয়ার জবাব, ‘বললাম না আমি সত্যি প্রেম করেছি। ক্লাস সিক্সে থাকতে শুরু করেছিলাম।’আলিয়া তারপর নিজের কথা শুধরে দিয়ে বলে, ‘তবে তখন কী আর ওরকম প্রেম করতাম। ক্লাসের পাশ দিয়ে যাওয়ার সময় একটু তাকিয়ে হাসতাম।’ আর সিরিয়াস প্রেম হয়েছিল ক্লাস ১০-এ থাকতে। সেই সম্পর্কে দু’বছর ছিলেন আলিয়া। করণ যখন জানতে চান তিনি কি নায়িকা হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলেন প্রেমিককে। তাতে আলিয়ার জবাব ছিল, না ও আমাকে ডাম্প করেছিল।

সূত্র: হিন্দুস্থান টাইমস্

Latest news
Related news