Sunday, October 23, 2022

চুম্বনের মাধুর্য গাইলেন পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ঈদ কাটাচ্ছেন কক্সবাজার সমুদ্রসৈকতে। সঙ্গে রয়েছেন অভিনেত্রীর জীবনের সবচেয়ে প্রিয় দুই মানুষ স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ ও তার নানা।

প্রিয় মানুষদের সঙ্গে ঈদ উদযাপনের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করছেন অভিনেত্রী।তেমনই বুধবার দুপুরে রাজের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন পরীমনি।

সমুদ্রসৈকতে দাঁড়িয়ে উত্তাল ঢেউয়ের সামনে তোলা প্রেমময় সেই ছবিগুলোর ক্যাপশনে সুইডিশ অভিনেত্রী ইংগ্রিড বার্গম্যানের উদ্ধৃতি ব্যবহার করেছেন পরীমনি। যার বাংলা, ‘আবেগ প্রকাশে শব্দ যখন অপর্যাপ্ত, প্রকৃতি তখন বাক স্তব্ধ করে দেয় মধুরতম চুম্বনে।’ছবিগুলো নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। এক ঘণ্টার ব্যবধানে ২০ হাজারের বেশি রিয়্যাক্ট পড়েছে সেই ছবিতে। অর্ধশতাধিকের বেশি শেয়ার হয়েছে ছবিগুলো।

এর আগে নিউজবাংলার সঙ্গে এক আলাপকালে পরীমনি জানিয়েছিলেন এবার ঈদের অনুভূতি। বলেছিলেন, ‘এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে…আলহামদুলিল্লাহ। আমার ঘরে এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানাভাই। তারা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ।’

এবার তাদের নিয়ে সমুদ্রসৈকতে ঈদ কাটাচ্ছেন অভিনেত্রী।

সূত্র: নিউজবাংলা

Latest news
Related news