Thursday, October 27, 2022

‘আমার প্রিয় বন্ধু সলমন’, বলে ‘ভাইজান’কে জড়িয়ে ধরলেন করিশ্মা

নেটমাধ্যমে সেই মুহূর্তের ছবিও পোস্ট করেছেন করিশ্মা। এই ছবি আপলোড করে সকলকে ইদের শুভেচ্ছা জানান তিনি।

করিশ্মা-সলমন জুটি এক সময় দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। ‘জুড়ওয়া’, ‘বিবি নং ১’, ‘চল মেরে ভাই’-এর মতো আরও অনেক ছবিতেই অভিনয় করে মন কেড়েছেন এই জুটি। সম্প্রতি ইদের এক অনুষ্ঠানে আবার দেখা হল দু’জনের। ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেই ‘ভাইজান’কে জড়িয়ে ধরলেন করিশ্মা।

নেটমাধ্যমে সেই মুহূর্তের ছবিও পোস্ট করেছেন করিশ্মা। এই ছবি আপলোড করে সকলকে ইদের শুভেচ্ছা জানান তিনি। হালকা গোলাপি রঙের সালোয়ারে দারুণ মানিয়েছিল ‘লোলো’কে। সলমন-করিশ্মার আবেগঘন এই মুহূর্ত অনেককেই স্মৃতিকাতর করে তোলে। সলমন খানের বোন অর্পিতা খান এবং তাঁর স্বামী আয়ুশ শর্মা ইদ উপলক্ষে নিজের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন। ‘খান’দের ইদের পার্টিতেই আবার জেগে উঠল করিশ্মা-সলমনের পুরনো বন্ধুত্ব।

সূত্র: আনন্দ বাজার

Latest news
Related news