Sunday, October 23, 2022

‘কেজিএফ ২’-এর তুমুল সাফল্য, পরের ছবির জন্য এত টাকা চেয়ে বসলেন পরিচালক?

এমন সাফল্যে যে প্রায় আকাশ ছুঁয়ে ফেলতে চাইবেন পরিচালক, তাতে আর সন্দেহ কী! পরের ছবির জন্য তাই আকাশছোঁয়া দরই হাঁকিয়ে বসলেন প্রশান্ত নীল! দক্ষিণী ইন্ডাস্ট্রির খবর, ‘কেজিএফ ২’-এর লাভের অংশ পৌঁছচ্ছে তাঁর পকেটে। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন তিনি।

বিশ্ব জুড়ে ১০০০ কোটির বেশি ব্যবসা দিয়েছে ‘কেজিএফ ২’। দেশে ছাপিয়ে গিয়েছে ‘দঙ্গল’ ছবির বক্স অফিস রেকর্ড। এমন সাফল্যে যে প্রায় আকাশ ছুঁয়ে ফেলতে চাইবেন পরিচালক, তাতে আর সন্দেহ কী! পরের ছবির জন্য তাই আকাশছোঁয়া দরই হাঁকিয়ে বসলেন প্রশান্ত নীল!

দক্ষিণী ইন্ডাস্ট্রির খবর, ‘কেজিএফ ২’-এর বিপুল অঙ্কের লাভের অংশ পৌঁছচ্ছে পরিচালক নীল এবং নায়ক যশের পকেটে। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই দু’জনে ঘোষণা করেছেন পরবর্তী ছবি থেকে পারিশ্রমিকও বাড়িয়ে দিচ্ছেন তাঁরা।পরের ছবি পরিচালনার জন্য কত টাকা দাবি করেছেন প্রশান্ত?

ইন্ডাস্ট্রির খবর, জুনিয়র এনটিআর-এর আগামী ছবি পরিচালনার ভার পেয়েছেন প্রশান্ত। আর তার জন্য নাকি তিনি পারিশ্রমিক চেয়েছেন ৫০ কোটি টাকা! টেলিউডের খবর, ছবির কাজ শুরু হবে আগামী বছর থেকেই।

তার হাতে সোনা ফলিয়েছে ‘কেজিএফ ২’। বাজারদর তো বাড়ার কথাই ছিল!

সূত্র: আনন্দ বাজার

Latest news
Related news