Saturday, November 5, 2022

সুন্দর মুখ আর শরীর ছাড়াও অনেক কিছু দেখানোর রয়েছে আমার: জারিন খান

জারিন খান ইন্ডাস্ট্রিতে পছন্দ মতো চরিত্রে কাজ পাচ্ছেন না ‘হেট স্টোরি-৩’ খ্যাত অভিনেত্রী । ২০১৯ সালের ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’ ছবিতে শেষ তাঁকে দেখা গিয়েছিল। তার পর না পেয়েছেন মনের মতো ওয়েব সিরিজের প্রস্তাব। না পেয়েছেন সিনেমার কাজ। তা নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুললেন মডেল-অভিনেত্রী। জারিনের কথায়, ‘‘অন্তত আমায় নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া হোক। এমন চরিত্রের প্রস্তাব কেন আসছে, যেগুলোয় আমার কোনও ভূমিকাই নেই শুধু মুখ দেখানো ছাড়া?’’

সেই সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে এই অভিনেত্রী আরও বলেন, মহিলাদের জন্য উপযোগী কত ভাল ভাল চরিত্র তৈরি হয়। কত শক্তিশালী ভূমিকা থাকে। কিন্তু সে সবে তিনি ডাক পান না! ২০১০ সালে ‘বীর’ ছবিতে অভিনয় করে কিছুটা জনপ্রিয়তা পেয়েছিলেন জারিন। তার পর একে একে বেশ কয়েকটি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল।

কিন্তু অভিনেত্রীর আফশোস, তিনি সে ভাবে সুযোগ পাচ্ছেন না। তাঁর ওপর বিশ্বাস রাখছে না বলিউড। মানুষ কেবল তাঁকে রূপের পসরা সাজিয়ে পর্দায় পুতুল হয়ে বসে থাকতে দেখেছেন। তাঁর অভিনয় ক্ষমতা দেখেননি। ৩৪ বছরের জারিন তাই এবার কোমর বেঁধে নামতে চান অভিনয়ে। যিনি বলছেন, ‘‘আমি কেবল আমার রূপ আর শরীর নই। তার চেয়ে অনেক বেশি কিছু। এবার সেটাই প্রমাণ করার সময় এসেছে।’’

সূত্র: আনন্দ বাজার

Latest news
Related news