Thursday, October 20, 2022

৭ বছর পর একসঙ্গে বড়পর্দায় শাহরুখ-কাজল? সৌজন্যে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’?

জোরকদমে চলছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর শ্যুটিং। পরিচালক করণ জোহর শ্যুটিং সেট থেকে একাধিক ছবি এবং বিটিএস ভিডিয়ো শেয়ার করে থাকেন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং এবং আলিয়া ভাট। সূত্রের খবর, এই ছবির মাধ্যমে পর্দায় আরও এক বলিউড আইকনিক জুটির দেখা মিলবে। তাঁরা আর কেউ নন, শাহরুখ খান ও কাজল।

বলিউড লাইফ ডট কমের এক রিপোর্ট বলছে, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খান এবং কাজলকে। শীঘ্রই মুম্বইয়ে ছবির শ্যুটিংও করবেন বলে জানা গিয়েছে। বিশেষ ঘনিষ্ঠ সূত্রে খবর, প্রচণ্ড ব্যস্ত শিডিউলের ফাঁকে একদিন সময় বের এই ছবির শ্যুটিং সারবেন শাহরুখ। এসআরকে-কাজল কোনও বিশেষ গান বা কোনও বিশেষ দৃশ্যে হাজির হবেন কিনা তা এখনও জানা যায়নি।

বিনোদন পোর্টালের সূত্র বলছে, ‘শাহরুখের কঠিন সময়সূচি। করণের সঙ্গে শ্যুটিংয়ের জন্য একদিন সময় দিতে পারেন বলিউড স্টার। সম্ভবত মুম্বইতে শ্যুটিং করবেন। বিশেষ গান হবে নাকি বিশেষ দৃশ্য, তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। করণ জোহর দীর্ঘদিন পর পরিচালক হিসেবে ফিরে আসতে পেরে নিজে খুব উচ্ছ্বসিত। তিনি নিশ্চিত করছেন, সবকিছু নিখুঁত হবে এবং অনুরাগীদের সন্তুষ্ট করবেন।’

সূত্রের খবর, সবকিছু ঠিক থাকেল সাত বছর পর ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ-কাজল জুটিকে। এর আগে রোহিত শেট্টি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে ২০১৫ সালে একসঙ্গে দেখা গিয়েছিল বলিউডের এই আইকনিক জুটিকে।

সূত্র: হিন্দুস্থান টাইমস্

Latest news
Related news