Friday, November 4, 2022

মা হচ্ছেন আয়নাবাজি চলচ্চিত্রের নায়িকা নাবিলা

মা হচ্ছেন দর্শকপ্রিয় আয়নাবাজি চলচ্চিত্রের নায়িকা মাসুমা রহমান নাবিলা। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে স্বামী জোবাইদুল হককে সঙ্গে নিয়ে বেবি বাম্পের একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন এই তারকা।

সেখানে তিনি বলেন, ‘এপ্রিলটা আমার জন্য বিশেষ মাস। এই এপ্রিলেই সবাইকে জানাতে চাই, আমাদের ঘরে আসছে নতুন অতিথি। আর সে আসবে জুলাইয়ে। সবাই নিরাপদ ও দূরত্ব মেনে চলুন।’

২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন নাবিলা। বহু নাটক ও বিজ্ঞাপন করে আলোচিত তিনি। ২০১৮ সালের এপ্রিল মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী-উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা।

তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ‘আয়নাবাজি’ চলচ্চিত্র। অমিতাভ রেজা পরিচালিত এ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসিত হন নাবিলা।

Latest news
Related news