Monday, October 31, 2022

হিরো আলমের ‘পুষ্পা’ গানে সেফুদার নাচ ভাইরাল (ভিডিও)

হিরো আলম ও সেফুদা। দুজনই সোশ্যাল মিডিয়ার ভাইরাল মুখ। একজন অভিনয়, গানে নজর কেড়েছেন। অন্যজন বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে অন্তর্জাল কাঁপিয়েছেন।

এবার তারা দুজন এক হলেন। সরাসরি নয়, আদতে। হিরো আলমের ‘পুষ্পা’ গানে নেচেছেন সেফুদা।শেফায়েত উল্লাহ সেফুদা নামে একটি পেইজে পোস্ট

করা ওই ভিডিওর ক্যাপশনে লেখা- ‘আমার ছেলে হিরো আলমের পুষ্পা গানে সেফুদার নাচ ভাইরাল।’সম্প্রতি কলকাতায় গিয়ে আরও দুই ভাইরাল মুখ

‘বাদামকাকু’ খ্যাত ভুবন বাদ্যকর এবং রানু মণ্ডলের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন।তবে ‘পুষ্পা’ গানটি গেয়েছিলেন মাস দুয়েক আগে।হিরো আলম ও সেফুদা। দুজনই সোশ্যাল মিডিয়ার ভাইরাল মুখ।

Latest news
Related news