Sunday, October 23, 2022

‘লাল সিং চাড্ডা’য় আমিরের পারিশ্রমিক অর্ধশত কোটি!

শোনা যাচ্ছিল, ‘লাল সিং চাড্ডা’ই হতে চলেছে আমির খানের শেষ ছবি। তেবে অনেক নাটকীয়তার পর অভিনয় থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অভিনেতা।

১১ আগস্ট ভারতসহ সারা বিশ্বে মুক্তি পাব ছবিটি। এরই মধ্যে প্রকাশ্যে এলো, এই ছবিতে আমির খানের পারিশ্রমিকের অংক। আর তা দেখেই রীতিমতো চোখ কপালে সবার। খবর ফ্রি প্রেস জার্নালের।

‘লাল সিং চাড্ডা’ মূলত হলিউডের টম হ্যাংকস অভিনীত ফরেস্ট গাম্পের হিন্দি সংস্করণ। এখানে আমির খানের বিপরীতে আছেন কারিনা কাপুর খান। জানা গেছে,

এই ছবির জন্য আমির খান ৫০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। অন্যদিকে কারিনা কাপুর পেয়েছেন মাত্র ৮ কোটি। আর এখানেই বলিউডে নারী ও পুরুষের পারিশ্রমিকের বৈষম্যের দৃশ্য আরও একবা সামনে আসে।

এই ছবি আরও যারা অভিনয় করেছেন তাদের মধ্যে নাগা চৈতন্য পেয়েছেন ৬ কোটি রুপি, মোনা সিংহ ২ কোটি, মানব ভিজ ১ কোটি এবং টিটু ভার্মা ৫০ লাখ রুপি।

Latest news
Related news