Monday, November 21, 2022

আবারও কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কারিশমা কাপুর ?

অসুখী দাম্পত্য জীবন ও দুঃসহ বিয়ের স্মৃতি পেছনে ফেলে একাই সামনে এগিয়েছেন বলিউডের এক সময়ের সাড়া জাগানো নায়িকা কারিশমা কাপুর। আবারও কি বিয়ের পিড়িতে বসতে চলেছেন রাজ কাপুরের নাতনী? এই বিতর্ক উস্কে দিলেন তিনি নিজেই।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কারিশমা তার ইনস্টাগ্রামে লাইভে ভক্তদের সামনে এলে এক ভক্ত তাকে প্রশ্ন করে বসেন, আবারও তিনি বিয়ে করার কথা ভাবছেন কিনা।

জবাবে তিনি বিষয়টি হেসে উড়িয়ে দেননি বরং বলেছেন ইট ডিপেন্ডস। কিন্তু কিসের ওপর নির্ভর করছে তার বিয়ের সিদ্ধান্ত, সে বিষয়ে কিছু বলেননি এই রাজা হিন্দুস্তানী খ্যাত নায়িকা।

২০০৩ সালে সঞ্জয় কাপুর নামের এক ব্যবসায়ীর সাথে বিয়ে হয় কারিশমা কাপুরের। বিয়ের পর টালমাটাল দাম্পত্যের ভেতরই জন্ম নেয় তাদের মেয়ে সামাইরা ও ছেলে কিয়ান।

২০১৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা শুরু হলে তাদের ভেতর শুরু হয় কাঁদা ছোড়াছুঁড়ি। এর পর থেকেই কারিশমা তার দুই সন্তাকে নিয়ে একাই থাকেন।

Latest news
Related news