Monday, October 31, 2022

সালমানের হাত ধরে সিনেমায় শেহনাজ গিল

হাস্যোজ্জ্বল মিষ্টি একটা মেয়ে। তার প্রাণবন্ত হাসিতে মন ভরে ওঠে সবার। শেহনাজ গিল। বিগ বস ১৩ সিজনের সুবাদে রাতারাতি লাইমলাইটে চলে আসেন এই শিল্পী ও অভিনেত্রী। শুধু রূপের লাবণ্য নয়, শেহনাজের মিষ্টি ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী। সিদ্ধার্থ শুক্লার সঙ্গে শেহনাজের ঘনিষ্ঠতা একটা সময় ছিল নেটপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে। বিগ বস পরবর্তী সময়েও দুজনের রসায়ন মুগ্ধ করেছে ভক্তদের।

তবে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরও ‘সিডনাজ’ ভক্তদের কাছে এই জুটির আবেদন চিরন্তন। প্রেমিকের মৃত্যুশোক ভুলে ফের কাজের দুনিয়ায় ফিরেছেন শেহনাজ। এবার ধামাকা খবর শেহনাজ গিল ভক্তদের জন্য। ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, সালমন খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবির অংশ হতে চলেছেন ‘পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ’।

আগামী বছর ঈদে মুক্তি পাবে সালমন খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। এই ছবিতে সালমনের সঙ্গে থাকছেন পূজা হেগড়ে, আয়ুশ শর্মারা। শেহনাজ গিলও নাকি এই ছবির গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন। ‘শেহনাজ গিল ইতিমধ্যেই কাভি ঈদ কাভি দিওয়ালির কাস্টে যোগ দিয়েছেন। ছবিতে আয়ুশ শর্মার বিপরীতে দেখা যাবে শেহনাজকে। তবে তার চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি’।

ভগ্নিপতি আয়ুশের সঙ্গে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে অভিনয় করেছেন সালমন। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র সঙ্গেই বলিউডের পর্দায় অভিষেক হবে শেহনাজের। এর আগে বেশকিছু পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন শেহনাজ। শেষবার তাকে রুপালি পর্দায় দেখা গিয়েছে ‘হোঁসলা রাখ’ ছবিতে। দিলজিত্ দোসাঞ্জের নায়িকা হিসেবে এ ছবিতে কাজ করেছেন শেহনাজ।
সূত্র: হিন্দুস্তান টাইমস

Latest news
Related news