Friday, November 4, 2022

‘অল ইজ ওয়েল’ লিখে কী বার্তা দিলেন আমির খান?

বলিউড সুপারস্টার আমির খান তার সিনেমার মাধ্যমে সমাজে বার্তা পৌঁছে দিতে ভালোবাসেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে নানাভাবে উৎসাহিত করেন তিনি।

এবার ভারতের বোর্ড পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহ যোগাতে নিজের সুপারহিট সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর সেই বিখ্যাত বক্তব্যটি ব্যবহার করলেন এ বলিউড তারকা।

পরীক্ষার্থীদের আমির জানালেন – অল ইজ ওয়েল বুধবার থেকে ভারতে বোর্ড পরীক্ষা শুরু হয়েছে। সে উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনুপ্রেরণা দায়ী টুইট করেছেন আমির।

নিজের প্রযোজনা সংস্থা ‘আমির খান প্রোডাকশনস’-এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আমির লিখেছেন, ‘যারা পরীক্ষা দিতে চলেছ, সেই সব পরীক্ষার্থীদের আমার শুভকামনা জানাই। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো। বাকিটা ছেড়ে দাও।

আর অবশ্যই মনে রেখো, রে চাচু, অল ইজ ওয়েল, অনেক ভালোবাসা।’বলিউডের মি. পারফেক্টশনিষ্টের সর্বশেষ সিনেমা ছিল ‘ঠগস অব হিন্দুস্থান’। যা ব্যবসা সফল হয়। এ ছবিতে তার সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ,

আর ফতিমা সানা শেখকে।শিগগিরই আমিরকে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে। হলিউডের অত্যন্ত জনপ্রিয় ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ছবিটি। এ ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে।

Latest news
Related news