Wednesday, November 2, 2022

গোপন খবর ফাঁস, অতঃপর ট্রফি জিতলেন যশ-নুসরাত

টালিউডের সবচেয়ে চর্চিত জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। তাদের প্রেম, একসঙ্গে বসবাস, সন্তান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। তবে এসবের তোয়াক্কা না করে মধুর সময় কাটাচ্ছেন তারা।

এবার দাদাগিরির মঞ্চে সেরার ট্রফি জিতলেন এই তারকা দম্পতি।রোববার (২৪ এপ্রিল) রাতে দাদাগিরির মঞ্চে হাজির হয়ে নজরকাড়া রসায়নে ফের অনুরাগীদের মুগ্ধ করেছেন যশ-নুসরাত।

পাশাপাশি নিজেদের প্রেম ও সংসারের একাধিক গোপন খবর ফাঁস করেছেন। যা শুনে সঞ্চালক সৌরভ গাঙ্গুলিসহ উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।যশ জানান, একসঙ্গে দ্বিতীয় সিনেমা করার সময় পরস্পরের প্রেমে পড়েন তারা।

নুসরাতকে প্রথম কী উপহার দিয়েছিলেন? সৌরভের এই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘ও (নুসরাত) আমার কাছ থেকে প্রোটিন পাউডার চেয়েছিল। তবে আমি ওর জন্য বিরিয়ানি নিয়ে যেতাম।’এদিন দাদাগিরির মঞ্চে যশ-নুসরাত ছাড়াও আরো তিনটি জুটি হাজির হয়েছিলেন।

তারা হলেন- মিউজিক্যাল জুটি লোপামুদ্রা মিত্র-জয় সরকার, বাবুল সুপ্রিয়-রচনা এবং ওম সাহানি ও মিমি দত্ত। তবে সব রাউন্ডে দারুণ পারফর্ম করে দাদাগিরির ট্রফি জিতে নেন যশ-নুসরাত।সূত্র: হিন্দুস্তান টাইমস

Latest news
Related news