Friday, October 21, 2022

মায়ের সাথে শ্যুটিং দেখতে গিয়েই অভিনয়ে হাতেখড়ি চঞ্চল চৌধুরীর ছেলের

বাংলাদেশের অন্যতম শীর্ষ অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধও এবার বাবার পদাঙ্ক অনুসরণে শুরু করলো অভিনয়। শুদ্ধ অভিনীত একটি নাটক এবারের রোজার ঈদে মুক্তি পাবে। বিষয়টি ফেসবুকে নিজেই নিশ্চিত করেছেন চঞ্চল।

১০ বছর বয়সী শুদ্ধ এখন ষষ্ঠ শ্রেণির ছাত্র। মায়ের সাথে গাজীপুরের পুবাইলে একটি নাটকের শ্যুটিং দেখতে গিয়ে নিজেই নেমে পড়েছে অভিনয়ের মাঠে। ফেসবুক স্ট্যাটাসে চঞ্চল জানান,

ইম্প্রোভাইজড ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট্ট একটা সিকোয়েন্সে অভিনয় করেছে শুদ্ধ। নাটকের নাম ‘সুশীল ফেমেলি’।চঞ্চল জানান, শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না।

আগে তো শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে, তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো।

অভিনেতা আরও জানান, যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মতো ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে। শুদ্ধকে সবাই আশীর্বাদ করলেই আমি খুশি।

Latest news
Related news