Friday, October 21, 2022

রাত বারোটায় নাতনি আরধ্যাকে যে বার্তা দিয়ে চমকে দিলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন!

নিজের ব্লগ পেজে মাঝে মাঝেই তিনি অনেক তারকাকে শুভেচ্ছা জানান তাঁদের কাজের জন্য। কোনও বিশেষ দিনে মেয়ে শ্বেতাকে উদ্দেশ্য করে লেখেন নিজের অভিব্যক্তি।

তিনি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। যাঁর এমন লেখার জন্য মুখিয়ে থাকেন আত্মীয়-বন্ধু থেকে বলিউডের অনেক কলাকুশলীরাও।

বৃহস্পতিবার রাতে তেমনই এক বার্তা লিখেছেন বিগ বি। রাত বারোটার কিছু আগে। এবার নাতনি আরাধ্যার উদ্দেশ্যে। আজ, ১৬ নভেম্বর আরাধ্যা্র জন্মদিন।

অমিতাভ বচ্চন অনেক ভালবাসা আর আশীর্বাদ জানিয়েছেন ছোট্ট আরাধ্যাকে। এবং লেখা শেষ করেছেন এই ভাবে—
‘… live long .. live happy .. live with pride ..’

সঙ্গে আরাধ্যার দু’টি সুন্দর ছবি।

Latest news
Related news