Friday, October 21, 2022

একটি মাত্র কারণেই নিজের নামই পরিবর্তন করেছিলেন অক্ষয় কুমার

রাজীব হরি ওম ভাটিয়া নামটা কিন্তু ভালোই ছিল৷ তাহলে পরিবর্তনের খামোখা প্রয়োজন কী ছিল?দুই দশকের কেরিয়ার পেরিয়ে এই প্রশ্নের সম্মুখীন হলেন অক্ষয় কুমার৷ ‘নাম শাবানা’র

প্রচারে এসে অবশেষে বহুমূল্য উত্তরটি দিয়েই দিলেন আক্কি৷ সেই সঙ্গে জানালেন এক নতুন তথ্য৷কী সেই তথ্য? বলিউডে খিলাড়ির আগমন ১৯৯১ সালেন ‘সওগন্ধ’ ছবিতে নয়৷

তার আগেও একবার সিনেমায় পর্দার দেখা গিয়েছিল তাঁকে৷ সিনেমার নাম ছিল ‘আজ’৷ ১৯৮৭ সালে মহেশ ভাটের পরিচালিত সেই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন কুমার গৌরব৷

যার সঙ্গে মাত্র ৪.৫ সেকেন্ডের শট ছিল বলিউডের খিলাড়ির৷ কিন্তু পুরো শুটে মুগ্ধ হয়ে আক্কি দেখছিলেন অক্ষয় নামক চরিত্রে কুমার গৌরবের অভিনয়৷ এরপরই নাম বদলানোর সিদ্ধান্ত নেন তিনি৷

কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন? সেই প্রশ্নের উত্তর নিজেও জানেন না অক্ষয়৷ কিন্তু পরদিনই সোজা পৌঁছে গিয়েছিলেন বান্দ্রা ইস্ট কোর্টে৷ রাজীব হরি ওম ভাটিয়ে থেকে হয়ে গিয়েছিলেন অক্ষয় কুমার৷

তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে৷ এতদিন কেন এই কথা বলেননি? এতদিন কেউ তাঁকে এই প্রশ্নটিই করেননি বলে জানান আক্কি৷ আজ প্রশ্ন পেয়েছেন, তাই উত্তরও দিয়ে দিয়েছেন৷

Latest news
Related news