Saturday, October 22, 2022

থাকছে না সিমকার্ড স্লট, ই-সিম সুবিধা নিয়ে আসছে আইফোন ১৪

নতুন বছর আসছে আইফোন-১৪। এবারের আইফোনের মডেলে নতুন চমক ই-সিম সুবিধা। ই-সিম সুবিধা থাকার কারণে এ ফোনে সিমকার্ড স্লট বলতে আর কিছুই থাকছে না। এখন মনে প্রশ্ন জাগতে পারে তাহলে ই সিম আবার কী। কীভাবে এটি কাজ করবে?

ই-সিমের জন্য আর আলাদা করে সিম স্লট ব্যবহার করতে হবে না। মূলত ডিজিটালভাবে ফোন থেকে মোবাইল নেটওয়ার্ক অপারেটর সিলেক্ট করে নিতে পারবেন। যেমন এক সময় ফোনে নেটওয়ার্ক না থাকলে ‍সিম অপশনে গিয়ে সার্চ দিলে অনেকগুলো অপারেটরের নাম আসত। সেখান থেকে যে সিমটি মোবাইল ফোনে ব্যবহার করা হত সেটি সিলেক্ট করে সেট করে নিতে হত। ঠিক ই-সিম সুবিধাটি একই রকম। সংশ্লিষ্ট অপারেটর থেকে একটি কোড সম্বলিত সুবিধা যুক্ত করা হবে যা ডাউনলোড করে ফোন ব্যবহারকারী সংশ্লিষ্ট অপারেটরে যুক্ত হতে পারবেন।

ই-সিমের সুবিধা কী?

এ সুবিধা ব্যবহারের কারণে এখন থেকে ওয়াটার প্রুফ রেটিং আর বেশি পাওয়া যাবে। এছাড়া সিমকার্ড স্লট খোলার কোনো ঝামেলা থাকবে না।

শুধু আইফোন নয়, গুগল পিক্সেল, সামস্যাং এর ফোনেও ই-সিম সুবিধা যুক্ত করা হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Latest news
Related news