Saturday, October 22, 2022

বিয়ে ১৪ এপ্রিল, হানিমুন সুইজারল্যান্ড না আফ্রিকায়?

এপ্রিলে কাপুর পরিবারের বধূ হচ্ছেন আলিয়া ভাট—এমন জোর গুঞ্জন বলিউডপাড়ায়। আলোচিত এই বিয়ের ভেন্যু ও সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

যদিও কাপুর ও ভাট পরিবার বিয়ে নিয়ে টুঁ শব্দটি করছে না।বলিউডভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, আর কদিন পরেই প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

বিভিন্ন গণমাধ্যম বলছে, তাঁদের বিয়ের তারিখ ১৭ এপ্রিল। তবে বলিউড হাঙ্গামা নিশ্চিত করে বলছে, এ যুগলের বিয়ে ১৪ এপ্রিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ এপ্রিল পরিবারের সদস্যদের উপস্থিতিতে বেশ গোপনীয়তায় রণবীর-আলিয়ার বিয়ে হবে।

এ যুগলের একজন ঘনিষ্ঠ বন্ধু বলিউড হাঙ্গামার প্রতিবেদককে বলেছেন, ১৪ এপ্রিল আলিয়ার বাসভবনে বিয়ের আয়োজন সম্পন্ন হবে।

বিয়েতে উপস্থিত থাকবেন এ যুগলের পরিবারের নিকট-সদস্যরা। পরদিন ১৫ এপ্রিল সন্ধ্যায় আলিয়া ও রণবীরের সৌজন্যে হবে ফ্যামিলি ডিনার, যেখানে পরিবারের আরও সদস্য যুক্ত হবেন।

আর ১৬ এপ্রিল আয়োজন হবে রিসেপশনের, যেখানে আলিয়া-রণবীরের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের নিমন্ত্রণ করা হবে।

অন্যদিকে, ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন টক অব দ্য বি-টাউন।

অন্তর্জালে এ নিয়ে আলোচনার অন্ত নেই। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের মধুচন্দ্রিমা পরিকল্পনার বিভিন্ন খবর প্রকাশ পাচ্ছে।

কেউ বলছে বিয়ের পর সুইজারল্যান্ডের তুষারাবৃত আল্পস পর্বত এলাকায় মধুচন্দ্রিমা সারবেন রণবীর-আলিয়া। অপর প্রতিবেদন বলছে, এ যুগল তাঁদের প্রিয় স্থান আফ্রিকায় মধুচন্দ্রিমা উদযাপন করবেন।

রণবীর ও আলিয়া আফ্রিকার সাফারি খুব পছন্দ করেন। এর আগে তাঁরা সেখানকার নৈসর্গিক সৌন্দর্যের বিভিন্ন স্থানের স্থিরচিত্র অন্তর্জালে প্রকাশ করেছেন।

তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে, রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা দীর্ঘ হবে না। কারণ, বেশ কয়েকটি সিনেমার শুটের শিডিউল দেওয়া আছে দুজনেরই।

তবে টাইমস অব ইন্ডিয়া বলছে, ১৩ এপ্রিল মেহেদির মাধ্যমে বিয়ের আয়োজন শুরু হবে। এরপর হলুদ ও সংগীত এবং এর পরেই বহুল প্রতীক্ষিত বিয়ে হবে আর কে হাউসে।

রণবীর-আলিয়ার বিয়ের খবর প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি কারও পক্ষ থেকে। তবে ভারতীয় পত্রপত্রিকায় সয়লাব তাঁদের নানা খবর।

অবশ্য বলিউড সেলেবদের বিয়ের আয়োজন নিয়ে লুকোচুরি এটাই প্রথম নয়।

Latest news
Related news