Thursday, October 20, 2022

এবার পরিচালক হতে চলেছেন সালমান খান?

নায়ক, প্রযোজকের পর এবার পরিচালক হতে যাচ্ছেন বলিউড ভাইজান। নিজের ছবি নিজেই পরিচালনা করবেন সালমান খান।

বলিউডভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামা এমনটি দাবি করছে। প্রতিবেদন বলছে, শুটিং ফ্লোরে গড়াতে যাওয়া ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমাটি পরিচালনা করতে পারেন সালমান নিজেই কিংবা যৌথভাবে পরিচালনা করতে পারেন ফরহাদ সামজির সঙ্গে।

পোর্টালটির এমন দাবির সূত্র সালমান ঘনিষ্ঠ একজন প্রযোজক-বন্ধু। তিনি জানিয়েছেন, সালমান দ্রুতই একটি সিনেমা পরিচালনা করতে প্রস্তুত।

গত চার-পাঁচ বছরে ভাইয়ের সম্মতি ছাড়া তাঁর সিনেমার একটি ফ্রেমও শেষ হয় না; এমনকি সম্পাদনাও।

গুঞ্জন রয়েছে, স্ক্রিপ্ট জটিলতায় ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার প্রযোজনা থেকে সরে দাঁড়িয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

সিনেমাটি এখন একাই প্রযোজনা করবে সালমানের প্রযোজনা প্রতিষ্ঠান।ফিল্মফেয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিলের শেষে সিনেমাটির শুট শুরু হতে পারে ফিল্ম সিটি প্রাঙ্গণের হেলিপ্যাড এলাকায়।

চলতি বছরের ৩০ ডিসেম্বর সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

Latest news
Related news