Friday, October 21, 2022

রুক্মিণীকে বিয়ে নিয়ে দেবের ফের রসিকতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য দেব। এই নায়ক আরেক নায়িকা রুক্মিণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে খবর দীর্ঘদিনের।

তাদের বিয়ে এখন সময়ের ব্যাপার মাত্র। এমন ধারণা ভক্তদের। দেবের প্রযোজনায় বেশির ভাগ ছবিতেই নায়িকা হিসেবে থাকেন রুক্মিণী।

ভারতীয় গণমাধ্যমের খবর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। কিছুদিন আগে দেব-রুক্মিণী বিয়ের আলোচনাটা নতুন করে শুরু হয়েছিল বিয়ের কার্ড প্রকাশ হওয়াতে।

দেব নিজেই সেটি ফেসবুকে পোস্ট করে সবার আশির্বাদ চেয়েছিলেন। তবে সেটি ছিল সিনেমার প্রচারের জন্য রসিকতা।

আবারও দেব এমনটাই করলেন। অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘২৯ এপ্রিল রুক্মিণীকে বিয়ে করছি’।

তার এই কথায় আবারও উত্তাল নেট দুনিয়া। যদিও এবারও সেই আগেরই মতো রহস্যে ঘিরে রাখলেন তিনি।তবে ঐদিন মুক্তি পাচ্ছে দেব ও রুক্মিণী মৈত্রের নতুন সিনেমা ‘কিশমিশ’।

রাহুল মুখার্জি পরিচালিত সিনেমাটির দ্বিতীয় গান শনিবার (৯ এপ্রিল) প্রকাশ হয়েছে। গান প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিনেমার কলাকুশলিরা।

এক পর্যায়ে ২৯ এপ্রিল বিয়ে করার কথা বলেন দেব। তবে ধারণা করা হচ্ছে, বাস্তবে নয়, ‘কিশমিশ’ সিনেমার কোনো দৃশ্যেই হয়ত তাদেরকে বিয়ে করতে দেখা যাবে।

আর এটাকেই রসিকতা করেই বোধয় দেব সামনে এনেছেন তিনি। এখন দেখা যাক তার এই বিয়ের দিন সত্যি বিয়ে করবেন দেব নাকি এটাও সিনেমারই একটি প্রচারণা।

Latest news
Related news