Wednesday, October 19, 2022

নতুন দায়িত্ব কাঁধে নিচ্ছেন সালমান খান

বলিউড ভাইজান সালমান খান। অভিনয় ও প্রযোজনার পাশাপাশি এবার নতুন দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন তিনি। পরিচালনায় হাতেখড়ি হতে যাচ্ছে ভাইজানের।

‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমাটি পরিচালনা করবেন সালমান।ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সালমানের নতুন সিনেমাটি পরিচালনা করার কথা ছির ফারহাদ সামজির।

কিন্তু শুটিং শুরুর আগেই পরিচালকের সঙ্গে তর্কে জড়ান সালমান খান। আর এতেই বদলে যায় সিদ্ধান্ত। ভাইজান নিজেই সিনেমাটি পরিচালনা করবেন।

এদিকে কিছুদিন আগেই ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

‘বাগি থ্রি’, ‘তড়প’ ও ‘বচ্চন পাণ্ডে’ সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার কারণে সালমানের এই সিনেমা নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না তিনি।

সেই কারণে সিনেমা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন সাজিদ। এখন সিনেমাটি প্রযোজনা করবেন সালমান খান।

Latest news
Related news