Friday, October 21, 2022

বর হিসেবে যেমন ছেলে পছন্দ সাই পল্লবীর

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় মুখ সাই পল্লবী। সম্প্রতি ধর্মকে ব্যবহার করে সহিংসতার নিন্দা জানিয়ে প্রশংসিত ও আলোচিত হয়েছেন। সাই পল্লবীর মতে, ধর্মকে ব্যবহার করে কোনো ধরনের সহিংসতাই গ্রহণযোগ্য নয়।

২০১৫ সালে ‘প্রেমাম’ ছবি দিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক সাই পল্লবীর। নাচতেও ভালোবাসেন। নাচ ও অভিনয় দক্ষতা দিয়ে লাখো চলচ্চিত্রপ্রেমীর মন জয় করেছেন। সাই পল্লবী এখনো বিয়ে করেননি।

বর হিসেবে কেমন ছেলে পছন্দ এমন প্রশ্নে সাই পল্লবী বলেন, ‘আমি সেইসব ছেলেদের পছন্দ করি, যার হৃদয়টা খুব সংবেদনশীল। তারা যদি হৃদয় থেকে কিছু বলে আমি তা শুনতে পছন্দ করি। যারা নিজেকে নিয়ে

গর্ববোধ করে সেসব পুরুষদের আমার পছন্দ নয়। যারা মেয়েদের উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত করে না এবং আত্মত্যাগী তাদেরকে আমার পছন্দ।’সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিরতা পারভাম’। বেনু উড়ুগুলা পরিচালিত এ সিনেমায় সাই পল্লবীর বিপরীতে অভিনয় করেছেন রানা দাগ্গুবতী। বর্তমানে ‌‘গার্গি’ নামের একটি ছবির শুটিং করছেন তিনি।

Latest news
Related news