বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন তিনি। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারলেও অবিশ্বাস্য পারফর্ম ছিল তার। ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি।
নিজের পারফর্মেন্স দিয়ে আরও আগেই অনেকের মন জয় করে নিয়েছিলেন এমবাপ্পে। এবার বিশ্বকাপে পারফর্মেন্সের মাধ্যমে সেই সংখ্যাটা বাড়িয়েছেন তিনি।
বিশ্বকাপে এমবাপ্পের এমন পারফর্মেন্সের পর তাকে পিএসজি ছাড়ার পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ তারকা রুনি। মেসি এবং রোনালদোর সমান হতে চাইলে তাকে পিএসজি ছাড়তে হবে বলেই মন্তব্য রুনির।
রুনি বলেন, “আমি মনেকরি তাকে অবশ্যই পিএসজি ছাড়তে হবে এবং প্রিমিয়ার লিগে যেতে হবে। পিএসজি বড় একটই ক্লাব, কিন্তু আমি মনেকরি লিগ ওয়ানে যতটা করা সম্ভব সে করেছে।”
তাহলে এমবাপ্পের কোন ক্লাবে যাওয়া উচিত? রুনি বলেন, “হয়তো ম্যানইউ কিংবা রিয়াল মাদ্রিদ। যদি সে মেসি এবং রোনালদোর লেভেলে পৌছতে চায় তাহলে তার ম্যানইউ বা রিয়াল মাদ্রিদে যেতে হবে।”